অদম্য মেধাবী তামান্না আক্তার ঊর্মি। নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামের রিকশাচালক শহিদুল ইসলাম ও গৃহিণী তাসলিমা বেগম দম্পতির বড় মেয়ে। মেধাবী তামান্না আক্তার ঊর্মি ঢাকা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে ভর্তি ও পরবর্তী খরচ চালানো নিয়ে অনিশ্চয়তায় ছিলেন ঊর্মি ও তার বাবা-মা।
এমন খবর জানতে পেরে ভর্তির যাবতীয় দায়িত্ব নেন নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। সোমবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামে গিয়ে ঊর্মির হাতে ভর্তির যাবতীয় খরচ তুলে দেন তিনি।
বিএনপি নেতা জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, একজন মেধাবী শিক্ষার্থীকে ডেন্টাল কলেজে ভর্তির ব্যবস্থা করতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে। আসলে আমার টাকায় ভর্তি হচ্ছে এইটার চেয়ে একজন মেধাবী পড়ালেখা করবে এটাই বড় কথা। আমরা তো জনগণের জন্যই রাজনীতি করি
এছাড়া ডেন্টাল কলেজে লেখাপড়া চলাকালীন সময়েও সুমাইয়ার পাশে থাকার আশ্বাস দেন এ নেতা।
ঊর্মির মা তাসলিমা বেগম বলেন, সহায় সম্পত্তি বলতে তেমন কিছু নেই আমাদের, ঊর্মি ছোট বেলা থেকেই লেখাপড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ। আমরা খেয়ে না খেয়ে তাকে লেখাপড়া করিয়েছি। সম্প্রতি ঢাকা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। বিএনপি নেতা বাবুল ভাই ভর্তির যাবতীয় খরচ দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
ঊর্মি বলেন, ডেন্টাল কলেজে চান্স পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু ভর্তি নিয়ে শঙ্কায় ছিলাম। এখন ব্যবস্থা হয়েছে আমি অনেক খুশি।
গত ২ মার্চ দেশের ৯টি সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জনকে উত্তীর্ণ করা হয়েছে। যেখানে মেধা তালিকায় ঊর্মির অবস্থান ৫৫তম।