স্মাইল এইড-জেসিআইয়ের ফ্রি ডেন্টাল ক্যাম্প

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের দন্ত চিকিৎসা সুনিশ্চিত করতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজন করা হয় ফ্রি ডেন্টাল ক্যাম্প ‘স্মাইল এইড- ওরাল কেয়ার ইনিশিয়েটিভ।’ জে সি আই বাংলাদেশের ৩টি লোকাল অর্গানাইজেশন জেসিআই ঢাকা এইস, জেসিআই ঢাকা ইম্পেক্ট, জেসিআই ঢাকা প্রিমিয়ার ও হিউমেনিটি সার্ভিসেস বাংলাদেশ এর উদ্যোগে ১০০০ জনের জন্য এই ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয় রাজধানীর লালবাগে। 

সকাল ৮ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী সেবামূলক কার্যক্রম চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সকাল থেকে শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ দাঁতের চিকিৎসা গ্রহণ করে।ডেন্টাল চেক আপ থেকে শুরু করে, দাঁত এক্সট্রাকশন, ফিলিং, স্কেলিং, মেডিসিন সবই দেওয়া হয় বিনামূল্যে। 

অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জে সি আই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *