BOND এর Dental Symposium ২৩ জানুয়ারি

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

প্রচলিত সংগঠনের থেকে একটু ব্যতিক্রম ধর্মী সংগঠন হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করছে BOND (Bangladesh Organization of NextGen Dentist)।  পরবর্তী প্রজন্মের ডেন্টিস্ট্রির জন্য যুগোপযোগী, আধুনিক, দক্ষ, রোগী বান্ধব ডেন্টাল সার্জন তৈরী করাই এর মূল উদ্দেশ্য।

সে লক্ষ্যকে সামনে রেখে দেশ ব্যাপী ছোট-বড় নানা রকম একাডেমিক ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নিয়েছে BOND।  এরই ধারাবাহিকতায় আগামী ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর মিরপুর -১২ এর বাফেট লাউঞ্জে Dental Clinical Symposium অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বল্প সময়ে বেশ ভালো সারাও ফেলেছে তরুন প্রজন্মের চিকিৎসকদের মধ্যে।   মাঝারি পরিসরে আয়োজন করা এই অনুষ্ঠানে সিট সংখ্যা  রয়েছে ১৩০ টি।

আয়োজনে রয়েছে সেমিনার এর মূল পর্ব শুরু হবে সকাল ১১ টায় Access Design, Canal Locating, Importance of Magnification নিয়ে আলোচনা করবেন ডেন্টাল সার্জন ডা: কাজী আবুল হোসেন আজাদ,
7 Senses in Dentistry শিরোনামে Positive Patient Impression, Effective Counseling for Lasting Satisfaction, Golden Rules of Dental Practice. নিয়ে আলোচনা করবেন ডেন্টাল সার্জন ডা: মুশফিকুর রুহানডেন্টাল সার্জন ডা মুশফিকুর রুহান। এছাড়া ডেন্টাল সার্জন ডা. রাশেদ নিজাম Image Analysis, Patient Management, Treatment Planning সহ ডেন্টিস্ট্রিকে Ai এর ব্যবহার নিয়ে ধারণা দিবেন। আয়োজনে  Raffle Draw এবং বাফেট লাঞ্চ এর আয়োজন রেখেছে আয়োজক সংগঠন।

BOND এর Dental Symposium ২৩ জানুয়ারি » DENTAL TIMES

সেমিনার এর মূল পর্ব শুরু হবে সকাল ১১ টায়, আয়োজনে  Raffle Draw এবং বাফেট লাঞ্চ এর আয়োজন রেখেছেন আয়োজক সংগঠন।

আয়োজনে অংশগ্রহণের জন্য ৭০০/- ফি নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করা যাবে। শেষ সময় – ২০ জানুয়ারি ।  01785-015404 (Dr. Sazzad)  01521-106304 (Dr. Raj Rahman) 

অনুষ্ঠানের আহবায়কের ভাষ্যমতে, এবারের প্রোগ্রাম খুব দ্রুত করার কারন, শীঘ্রই বেশ কিছু Hands on প্রোগ্রাম আছে। যেগুলোর তারিখ এগিয়ে এসেছে।  অনুষ্ঠানের মেন্টর হিসেবে থাকছেন, বর্তমান সময়ের খুবই জনপ্রিয় দুই জন ডেন্টাল সার্জন । এছাড়াও মেন্টর হিসেবে নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় ডেন্টাল সার্জন ডা: রাশেদ নিজাম।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *