বাংলাদেশ এন্ডোডনটিক্স সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, মহাসচিব অধ্যাপক ডা. মোঃ আবুল হাসান

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

বাংলাদেশ এন্ডোডনটিক্স সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএসএমএমইউর সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও কনভারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। মহাসচিব নির্বাচিত হয়েছেন শহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ আবুল হাসান। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) ডা. আনম নাজমুল হক। শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ এন্ডোডনটিক্স সোসাইটি (বিইএস) এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটাভুটির মাধ্যমে মহাসচিব ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি হিসেবে অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার নির্বাচিত করা হয়। সাধারণ সভায় সিনিয়র শিক্ষক ছাড়াও ৪৫ জন দন্তরোগ চিকিৎসক উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হলেন অধ্যাপক ডা. মোঃ আশরাফ হোসেন, অধ্যাপক ডা. মোঃ মোজাম্মেল হোসেন, অধ্যাপক ডা. আব্দুল মালেক ভূঁইয়া, অধ্যাপক ডা. মোঃ উসমান গনি খান, অধ্যাপক ডা. মোঃ নিয়াজ আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. মীর আয়ুবুর রহমান এবং অধ্যাপক ডা. উম্মে কুলসুম রসি।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ শফিউল্লাহ, অধ্যাপক ডা. সাবরিনা হক, বিএসএমএমইউ এর কনভারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ শাহিদুল হাসান, ডা. মাহমুদ হোসেন কল্লোল, ডা. আব্দুর রহিম, ডা. মনিরা ফেরদৌসী এবং সালমা জেবিন।

যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. এসএমএ কাদের রুবেল, ডা. রাইহেনা নাহার। সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ আসাদুজ্জামান, ডা. ফাহাদ এএ করিম এবং ডা. হাসান আলী। বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শিরীন সুলতানা চৌধুরী, সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. মোঃ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. আশাফুজ্জোহা রাজ, সহ দপ্তর সম্পাদক ডা. মোঃ ফরিদ উদ্দিন, প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. আল এহসান উন নবী, সহ প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. কাজী হোসেন মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক ডা. লায়লা আকতার বানু, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মোঃ আজহারুল মতিন, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. তারানা তাবাসসুম, সহ সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. মোসাঃ আমিনা খাতুন, আন্তজার্তিক সম্পাদক ডা. আবু সৈয়দ ইবনে হারুন এবং সহ আন্তজার্তিক সম্পাদক ডা. আলমাস চৌধুরী।

নিবার্হী সদস্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।

সদস্যরা হলেন ডা. আমিনুল ইসলাম পান্না, অধ্যাপক ডা. নার্গিস আকতার, ডা. মোঃ শামসুল আলম, ডা. শাহিদ হাসান খান, ডা. রোকেয়া আফসার, ডা. নূর নবী, ডা. রাফেজা সুলতানা মিলি, ডা. কামরুন নাহার সান্তা, ডা. নাজিয়া পারভীন, ডা. শাকিব ইবনে মুজিব এবং ডা. তানিমা জেবিন।

নবগঠিত সোসাইটি জার্নাল কমিটির সদস্যরা হলেন চেয়ারপারর্সন ডা. তামেনা ইসরাত আহমেদ, এডিটর ইন চীফ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হান্নান শেখ, সম্পাদক অধ্যাপক ডা. আতিকুজ্জামান খান। জার্নাল কমিটির সদস্যরা হলেন ডা. জেসমিন হক, ডা. আতাউর রহমান, ডা. এনএম নাজমুল হক, অধ্যাপক ডা. শরিফা বেগম, অধ্যাপক ডা. ফারহানা চৌধুরী, ডা. নুরুন্নাহার, ডা. আবু রুশদ মোঃ মাশরুর, ডা. রাইহানা নাহার, ডা. নাসিমা খান, ডা. রাফিজা নাজনীন এবং ডা. হাসান আলী।

নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ডেন্টাল পেশায় প্রথম এফসিপিএস ডিগ্রিধারী প্রখ্যাত দন্তরোগ বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান্স এন্ড সার্জনস (বিসিপিএস) এর ডেন্টিস্ট্রি অনুষদের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ডা. হাওলাদার যুক্তরাজ্যের রয়েল কলেজ অফ ফিজিসিয়ান্স এন্ড সার্জনস অফ গ্ল্যাসগো থেকে এফডিএসআরসিপিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফরনিয়া, বাংলাদেশের বিসিপিএস এবং বিএসএমএমইউতে অধ্যয়ন করেছেন। কর্মজীবনে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করে তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধানসহ উক্ত মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক, ঢাকা ডেন্টাল কলেজের প্রভাষক এবং চট্রগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার দেশের শীর্ষ স্থানীয় ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির তিনবার নির্বাচিত সদস্য এবং নির্বাচিত কোষাধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষাঙ্গনে অনন্য সাধারণ অবদান রেখেছেন।

সম্পর্কিত
এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *